Site icon Jamuna Television

আফগানিস্তানে তালেবান হামলায় ৩ মার্কিন সেনাসহ নিহত ৪

আফগানিস্তানের তালেবানদের হামলায় তিন মার্কিন সেনা ও এক মার্কিন ঠিকাদার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন সেনা।

কাবুলের উত্তরাঞ্চলে বাগরাম ঘাঁটির কাছে সোমবার রাস্তার পাশে পেতে রাখা বোমায় মার্কিন সেনাদের গাড়িবহর আঘাত করলে ওই তিন সেনা মারা যান।

তালেবানরা হামলার দায়িত্ব স্বীকার করে বলেছেন, এটি ছিল আত্মঘাতী গাড়িহামলা। তাদের এক হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়।

বাগরাম ঘাঁটি হচ্ছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। এটি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে অবস্থিত।

আমেরিকা ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে, তখন এ হামলার ঘটনা ঘটল। চলতি বছরে আফগানিস্তানে এ পর্যন্ত সাত মার্কিন সেনা নিহত হয়েছেন। গত বছর মারা গিয়েছিল অন্তত ১৩ মার্কিন সেনা।

Exit mobile version