Site icon Jamuna Television

রাজবাড়ীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

রাজবাড়ী জেলা-যুগান্তর

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে ট্রাকচাপায় মরিয়ম বেগম (৮০) নামে এক বদ্ধা নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৭ টার দিকে জেলা সদরের কল্যাণপুর নতুনরাস্তা এলাকায় গোয়ালন্দমোড় হতে রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই এলাকার মৃত আজিত খানের স্ত্রী।

নিহতের ভাতিজা নাদের মোল্লা জানান, সকালে সড়কের পাশে হাটতে বের হন মরিয়ম বেগম। এসময় তিনি রাস্তা পার হতে গেলে গোয়ালন্দমোড় থেকে রাজবাড়ীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Exit mobile version