Site icon Jamuna Television

অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্ত করবে ইকুয়েডর

ইকুয়েডরের প্রেসিডেন্টের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্ত করবে দেশটি। সোমবার এক বিবৃতিতে এ কথা জানান ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী জোসে ভ্যালেন্সিয়া।

লন্ডন দূতাবাসের আশ্রয়ে থাকলেও ইকুয়েডরের নাগরিক হিসেবে অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্তে আইনি বাঁধা নেই বলে দাবি করেন তিনি। তবে লন্ডন দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে বের করে দেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান ভ্যালেন্সিয়া। ২০১২ সাল থেকে ইকুয়েডরের লন্ডন দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন উইকিলিকিস প্রতিষ্ঠাতা। সম্প্রতি অ্যাসাঞ্জের বিরুদ্ধে আশ্রয়প্রার্থী হিসেবে নিয়মভঙ্গের অভিযোগ তোলেন প্রেসিডেন্ট লেনিন মোরেনো। এরপরই লন্ডন দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে বের করে দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইকুয়েডর, এমন একটি টুইটবার্তা প্রকাশ করে উইকিলিকস।

টিবিজেড/

Exit mobile version