Site icon Jamuna Television

লুঙ্গি পরে ক্লাসে ঢাবি ছাত্ররা, অতঃপর ‘লুঙ্গি মিছিল’

লুঙ্গি বাঙালি পুরুষের নিত্যদিনের পোশাক। কিন্তু শহুরে জীবনে জনপরিসরে এ পোশাকটি পরতে কেন যেন অনেকের দ্বিধা কাজ করে। সেই দ্বিধা কমাতে এবার অভিনব আয়োজন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে মিছিল করেছেন তারা। আয়োজনের নাম দিয়েছেন ‘লুঙ্গি মহফেল’। আজ বুধবার সকাল থেকে বিভিন্ন বিভাগের ছাত্ররা লুঙ্গি পরে ক্লাসে আসেন।

ক্লাস শেষ করে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে। লুঙ্গি এ অঞ্চলের পুরুষের ঐত্যিহের পোশাক- তা সবার মনে করিয়ে দেওয়ার জন্যই এ আয়োজন বলে জানান ছাত্ররা।

তারা বলেন, লুঙ্গি আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমরা তা ভুলতে বসেছি। সবার মধ্যে লুঙ্গি ব্যবহারের প্রবণতা বাড়াতেই এই আয়োজন।

‘আরামদায়ক পোশাক লুঙ্গি’, ‘ক্লাসে লুঙ্গি’, ‘জাতীয় পোশাক লুঙ্গি’ এমন নানা স্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি এফবিএস অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

Exit mobile version