Site icon Jamuna Television

চার জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত

চার জেলায় ‘বন্দুকযুদ্ধ’ ও গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে, কক্সকাজারের টেকনাফ, চট্টগ্রামের টেকনাফ ও মেহেরপুর এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, হাড়াভাঙ্গা মাদ্রাসার কাছে মাদক কারবারীদের দুপক্ষের গোলাগুলির খবর পেয়ে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। এছাড়া চট্টগ্রামের বাঁশখালি, কক্সবাজারের টেকনাফ ও রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়।

Exit mobile version