Site icon Jamuna Television

অবশেষে মিরপুর সাংবাদিক কলোনির খালটি উদ্ধার

অবশেষে মিরপুর সাংবাদিক কলোনির আবর্জানার দখলে থাকা খালটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিস্কার কার্যক্রমের মধ্যমে উদ্ধার হতে যাচ্ছে।

সকালে মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে আবর্জনায় বন্ধ হয়ে যাওয়া খালটির অবর্জনা অপসারণের কাজ শুরু হয়।

মেয়র বলেন, এই খালের পাশে থাকা সব অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে। একই সাথে এই খাল যেন আর আবর্জনার ভাগাড় না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

মেয়র বলেন, খালটিকে আর কোন ভাবেই বেদখল হতে দেয়া হবে। সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে খালটি রক্ষণাবেক্ষণ করা হবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।

Exit mobile version