Site icon Jamuna Television

নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জঃ
ফেনীর সোনাগাজির মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধনে করেছে বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মানিকগঞ্জ ড্রামা সার্কেলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু, সমাজকর্মী শঙ্কর ঘোষ, ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শহীদ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা ফেনীর সোনাগাজির মাদ্রসা ছাত্র নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগিদের ফাঁসির দাবি জানান।

Exit mobile version