Site icon Jamuna Television

‘মৃত্যুর পর রাফি হত্যাচেষ্টা মামলা হত্যা মামলা হিসেবে গণ্য হবে’

মৃত্যুর পর রাফি হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে এমনটাই জানিয়েছেন ফেনীর পাবলিক প্রসিকিউটর ও মামলার তদন্ত কর্মকর্তা।

দুপুরে তারা জানান, মামলাটি আগের মতই পরিচালিত হবে। পলাতক ৫ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে, হত্যা মামলায় আটক মাদরাসা শিক্ষার্থী জোবায়ের ও উম্মে সুলতানা পপির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালতে তাদের হাজির করা হয়। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৫ দিনের হেফাজত মঞ্জুর করেন।

এদিকে, আসামিদের পক্ষে মামলা পরিচালনা করায় কাজির বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান জানান, আইনজীবী হিসেবে সেবা দিলেও নৈতিক কারণে বুলবুলকে বহিষ্কার করেছেন তারা।

Exit mobile version