Site icon Jamuna Television

‘বিএনপি নেতাকর্মীরা মারামারি করে, তাই অনুমতি দিতে ভয় হয়’

সমাবেশের নামে বিএনপির নেতাকর্মীরা মারামারি করে, তাই পুলিশ এবং সরকার তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিতে ভয় পায়। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইউনেসকোর ঐতিহ্য দলিলে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণে যুক্ত হওয়া উপলক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করে ছাত্রলীগ। প্রধান অতিথির ব্ক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে সরকার সহযোগিতা করবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে কাদের জানান, ১৪ দলের নিজস্ব ফোরামে বিষয়টির সমাধান হবে।

Exit mobile version