Site icon Jamuna Television

রাজধানীতে বিপুল পরিমাণ নকল ইলেকট্রিক ক্যাবল জব্দ

রাজধানীর নবাবপুরে অভিযান চালিয়ে, প্রায় তিন কোটি টাকার নকল ইলেকট্রিক ক্যাবল জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেরিয়ে আসে প্রায় ৫টি নকল ক্যাবল তৈরির কারখানা। যারা নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের ক্যাবল নকল করে বাজারজাত করছিলো।

প্রতিষ্ঠানের ৫ কর্মচারীকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লাখ টাকার অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সারোয়ার আলম জানান, সম্প্রতি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ এই নকল ক্যাবল।

Exit mobile version