Site icon Jamuna Television

আত্মসমর্পণ না করায় দোষী সাব্যস্ত হলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

আত্মসমর্পণ না করার অপরাধে লন্ডনে দোষী সাব্যস্ত হলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। অবশ্য ওয়েস্ট মিনিস্টার কোর্টে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

বিচারক ৪৭ বছর বয়সী এ অস্ট্রেলীয় নাগরিককে পাঠান সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে। সেখানে এক বছরের সাজা শোনানো হতে পারে।

বৃহস্পতিবার, ইকুয়েডরের দূতাবাস থেকে গ্রেফতারের কয়েক ঘন্টা পরই অ্যাসাঞ্জকে তোলা হয় আদালতে।

লন্ডন জানিয়েছে, উইকিলিকস প্রতিষ্ঠাতাকে নিজেদের হাতে তুলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের আবেদন বিবেচনা করবে তারা। রাষ্ট্রীয় তথ্যভাণ্ডারে অনধিকার প্রবেশের দায়ে অ্যাসাঞ্জের ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে যুক্তরাষ্ট্রে। সমর্থকদের দাবি জুলিয়ান অ্যাসাঞ্জ ষড়যন্ত্রের শিকার।

নিজের ওয়েবসাইট উইকিলিকসে মার্কিন গোপন নথি ফাঁস করে ২০১০ সালে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেন অ্যাসাঞ্জ।

Exit mobile version