Site icon Jamuna Television

রাফি হত্যার অন্যতম প্রধান আসামি নুর উদ্দিন গ্রেফতার

ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি নুরু উদ্দিন গ্রেফতার হয়েছে। আজ শুক্রবার সকালে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নুর উদ্দিন অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ঘনিষ্ঠ সহচর বলে পরিচিত। সিরাজ গ্রেফতার হবার পর তার মুক্তির দাবিতে সেই এলাকায় কয়েকটি মিছিল ও মানববন্ধনের আয়োজন করে।

সেখানে সে সিরাজ উদ্দৌলাকে নির্দোষ দাবি করে তার নিঃশর্ত মুক্তি চায়। এলাকাবাসীর অভিযোগ নুর উদ্দিন সিরাজের মুক্তির দাবিতে মিছিল ও মানববন্ধনে অংশ নিতে ছাত্র ছাত্রীদের বাধ্য করে।

Exit mobile version