Site icon Jamuna Television

অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার ফাঁসির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার অন্যতম আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

আজ সকালে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ নেতারা।

মানববন্ধনে ছাত্রলীগ নেতারা বলেন, অবিলম্বে নুসরাত জাহান রাফির হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে ভবিষ্যতে যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায় সেদিকে নজর রাখতে হবে।

অন্যদিকে আজ সকালে নেত্রকোণা শহরের মুক্তারপাড়া এলাকায় রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করে স্থানীয়রা।
মানববন্ধনে তারা হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধন হয়েছে মাগুরাতেও। ঘন্টাব্যাপি চলা কর্মসূচিতে অংশ নেয় মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা রাফি হত্যার বিচারের পাশাপাশি সারা দেশে নারী নির্যাতন বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

Exit mobile version