Site icon Jamuna Television

পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে শ্রীলংকা

এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপের পরই পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে যাবে শ্রীলংকা।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার এই দুটি টেস্ট ম্যাচ পাকিস্তানের লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপে নয়টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। এর মাঝে পাকিস্তানের সাথে ম্যাচগুলো শ্রীলংকা পাকিস্তানে খেলবে বলেই জানায়।

২০১৮ সালের এপ্রিলে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

Exit mobile version