Site icon Jamuna Television

পরিকল্পিতভাবেই নুসরাত রাফিকে হত্যা: তদন্ত কমিশন

পূর্ব পরিকল্পিতভাবেই ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে হত্যার উদ্দেশ্য দুর্বৃত্তরা ওঁত পেতে ছিলো। মানবাধিকার কমিশনের তদন্ত টিম এমনটাই জানিয়েছে।

প্রাথমিকভাবে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে প্রমাণ পাওয়া গেছে। একইসাথে এই ঘটনায় মাদ্রাসা প্রশাসনের গাফিলতির প্রমাণও পেয়েছ তদন্ত কমিশন।

তদন্ত কমিটির সদস্য আল মাহামুদ ফায়জুল কবীর বলেন, ছাদে ডেকে নিয়ে নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। সাক্ষীদের কাছ থেকে তাই জেনেছে মানবাধিকার কমিশন।

কমিশন মনে করে ২৭ তারিখে নুসরাতের সাথে যা ঘটেছে, তা যদি স্কুল কর্তৃপক্ষ প্রশাসন গুরুত্ব দিতো, তাহলে ৬ এপ্রিল এমন ঘটনা ঘটতো না। তবে নুসরাত জাহান সাহসী হওয়ায় প্রতিবাদ করেছেন, এজন্য কমিশন তার প্রশংসা করে।

Exit mobile version