Site icon Jamuna Television

নুসরাত হত্যার বিচার চেয়ে নির্মলেন্দু গুণের আমরণ অনশনের ঘোষণা

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যাকরীদের বিচার না হলে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ।

বৃহস্পতিবার রাত ৯টা ৩৭ মিনিটে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান তিনি।

ফেসবুকে তিনি বলেন, ‘রাফির ধর্ষক সিরাজ ও সিরাজকে বাঁচাতে রাফিকে যারা পুড়িয়ে মেরেছে, তাদের কঠিন বিচার হবে।
না হলে আমি আমৃত্যু অনশনে বসবো।
১১/০৪/১৯।’

এতে অনেকেই তার সাথে ইতিবাচক মনোভাব পোষণ করে মন্তব্য করেছেন। তার এই স্ট্যাটাসটি শেয়ার করেছেন ১৯৮ জন এতে মন্তব্য এসেছে ২১৯ টি।

Exit mobile version