Site icon Jamuna Television

পদত্যাগ করেছেন হাথুরুসিংহে!

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহ পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। তবে বিসিবির একাধিক কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।

বিসিবি এই পদত্যাগপত্র গ্রহণ করবে কী না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জানা গেছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হাথুরুকে কোচ হিসেবে পেতে চায়। দু’পক্ষ ইতোমধ্যে সমঝোতায়ও পৌঁছেছে। এর আগে গত বছর অক্টোবরেও পদত্যাগ করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই কোচ।

হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট বেশ উন্নতি লাভ করে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফিরা।

তবে গত কিছু দিন ধরে জাতীয় দলের পারফরমেন্স এবং অন্যান্য বিষয়ে বিসিবির সাথে হাথুরুসিংহের সম্পর্ক শীতিল যাচ্ছিল।সার্বিক বিবেচনায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

Exit mobile version