Site icon Jamuna Television

ক্র্যাবের দুই ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন যমুনার তুহিন ও পারভেজ

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাব এর বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ্ তুহিন এবং সেরা মানবাধিকার পুরস্কার পেয়েছেন সাজ্জাদ পারভেজ। আজ সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ক্র্যাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ।

পাবনার ইশ্বরদী- আটঘরিয়ার গ্রামীন অবকাঠামো উন্নয়ন খাতে মসজিদ মন্দির কবরস্থান শ্মশানের উন্নয়নের বরাদ্দ লুটপাটের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন আব্দুল্লাহ তুহিন এবং ৭১ এর যুদ্ধ শিশুদের অধিকার নিয়ে প্রতিবেদনের জন্য যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন-থ্রি সিক্সটি ডিগ্রীর সাজ্জাদ পারভেজ। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজামের উপস্থাপনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আবুল খায়ের।

Exit mobile version