Site icon Jamuna Television

জামালপুরের এনটিভি প্রতিনিধি শফিক জামান আর নেই

জামালপুরের এনটিভি প্রতিনিধি শফিক জামান লেবু আর নেই । তিনি শুক্রবার রাত সাড়ে নয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫৫ বছর ।

শফিক জামান শুক্রবার সকালে কিছুটা অসুস্থ হলে তাকে নেয়া হয় জামালপুর সদর হাসপাতালে। কিছুটা সুস্থ বোধ করায় তিনি বাসায় ফেরেন। কিন্ত সন্ধায় তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সহকর্মীরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পথে মুক্তাগাছায় আসার পর দ্বিতীয়বার তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Exit mobile version