Site icon Jamuna Television

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

SONY DSC

সিরিয়ার হামাপ্রদেশের একটি সামরিকঘাঁটিতে শনিবার ইসরাইলি বিমান হামলা চালিয়েছে। কিন্তু সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি রকেট ভূপাতিত করেছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

সামরিক সূত্রের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা সানা বলছে, মাসইয়াফ শহরে আমাদের একটি সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

সানা জানিয়েছে, শত্রু ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা হয়েছে। লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই তাদের কয়েকটি গুলি করে নামানো হয়েছে। যদিও আমাদের কিছু ভবন ক্ষতিগ্রস্ত ও তিন যোদ্ধা আহত হয়েছেন।

সাত বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে বেশ কিছু সামরিক হামলা চালিয়েছে ইসরাইল।

Exit mobile version