Site icon Jamuna Television

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন লোটে শেরিং

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এর একান্ত বৈঠক হয়েছে। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বৈঠক হয়।

ভুটানের প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে স্বাগত জানান শেখ হাসিনা। কুশল বিনিময়ের পর শুরু হয় একান্ত বৈঠক। লোটে শেরিং ও শেখ হাসিনার উপস্থিতি ভুটানের সাথে বাংলাদেশের পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এগুলোর মধ্যে আছে অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার, স্বাস্থ্য ও কৃষিসহ পাঁচটি বিষয়। এসময় ভুটানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। বলেন, দু’দেশের সর্ম্পক আরও দৃঢ় হচ্ছে।

গতকাল সকালে ৪ দিনের সরকারি সফরে ঢাকা আসেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, শেখ হাসিনা।

Exit mobile version