Site icon Jamuna Television

ফেনীতে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

???????????????????

ফেনীর দাগনভূঁঞায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। একজনের অবস্থা আশঙ্কাজনক।

মধ্যরাতে উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ম্যানেজার বাড়িতে ডাকাত পড়েছে-এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। একপর্যায়ে চারজনকে ধরে গণপিটুনি দেয় তারা।

খবর পেয়ে পুলিশ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজনের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

Exit mobile version