Site icon Jamuna Television

রাজবাড়ীতে ট্রাক চাপায় প্রতিবন্ধী রিক্সা চালক নিহত: হেলপারসহ ট্রাক আটক

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলা শহরের সারের গোডাউন এলাকায় দ্রুতগামী বালুবাহী ট্রাকের চাপায় সুব্রত সরকার(৩৫) নামে এক বাক প্রতিবন্ধী রিক্সা চালক নিহত হয়েছে।

এসময় রিক্সার যাত্রী ছাবিনা ইয়াসমিন(৪০) মারাত্মক ভাবে আহত হয়।

আজ শনিবার সকাল ৮টার দিকে রাজবাড়ী জেলা শহরের রেলগেট থেকে হাসপাতাল সড়কের সারের গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাৎক্ষনিক রিক্সা চালক ও যাত্রীকে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় রিক্সা চালকের মৃত্যু হয়। পরে রিক্সা যাত্রী ছাবিনাকে ফরিদপুরে পাঠানো হয়। সে রাজবাড়ী বিসিক শিল্প নগরীর ব্র্যাকের আড়ং এর শ্রমিক।

নিহত রিক্সা চালক সুব্রত সরকার জেলা শহরের সজ্জনকান্দা কাহাড় পাড়া এলাকার নারায়ন চন্দের ছেলে। সে বাক প্রতিবন্ধী।

ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকের হেলপার আলাউদ্দিন(৩৫) কে স্থানীয়রা আটক করে ট্রাক সহ পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয়রা জানায়। ঘটনার সময় ঘাতক ট্রাকটি চালকের পরিবর্তে হেলপার চালাচ্ছিল বলে জানা গেছে।

জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ যুবায়ের জানান,দুর্ঘটনায় রিক্সা চালক সুব্রত মাথা, ঘাড় ও মুখে প্রচন্ডভাবে আঘাত পায়। অতিরিক্ত রক্ষ ক্ষরণের ফলে তার মৃত্যু ঘটেছে।

রাজবাড়ী সদর খানার ডিউটি অফিসার কিরণ চন্দ্র মণ্ডল জানান, ঘাতক ট্রাকটি ও হেলপার আলাউদ্দিন কে আটক করা হয়েছে।সে রাজবাড়ী শহরের ধুন্চি গোদারবাজার গ্রামের ছবদুল প্রামানিকের ছেলে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version