Site icon Jamuna Television

রাফাল চুক্তির বিনিময়ে অনিল আম্বানির ১১শ’ কোটি রুপি কর মওকুফ করেছে ফ্রান্স

ভারতের সাথে রাফাল চুক্তির বিনিময়ে ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির ১১শ’ কোটি রুপির কর মওকুফ করে দিয়েছিল ফ্রান্স। এক প্রতিবেদনে এ দাবি করেছে ফরাসি দৈনিক ‘লা মোঁদ’।

বলা হয়, ২০১৫ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয় ভারত সরকার। এ ঘোষণার কয়েক মাস পরই অনিল আম্বানি মালিকানাধীন একটি টেলিকম প্রতিষ্ঠানের সাড়ে ১৪ কোটি ইউরোর কর মওকুফ করে প্যারিস। পাওনা ১৫ কোটি ইউরোর বদলে মাত্র ৭৩ লাখ ইউরো গ্রহণ করে।

ফ্রান্সে নিবন্ধিত প্রতিষ্ঠানটি আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনসের একটি সাবসিডিয়ারি। অভিযোগ অস্বীকার করেছে নয়া দিল্লি এবং প্যারিস। ফ্রান্সে টেরেস্ট্রিয়াল কেবল নেটওয়ার্কসহ বিভিন্ন টেলিকম অবকাঠামো রয়েছে রিলায়েন্স গ্রুপের।

Exit mobile version