Site icon Jamuna Television

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

উন্নয়নের যে অগ্রযাত্রা আওয়ামী লীগ শুরু করেছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এর মাধ্যমে আগামীতে বাংলাদেশ বিশ্বে আরও উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে।

সকালে গণভবনে বাংলা নববর্ষ উপলক্ষে সব শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সব বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের লক্ষ্য জাতির পিতার আদর্শে উন্নত ও সোনার বাংলা গড়ে তোলা। পুরনো বছরের সব বাধা কাটিয়ে নববর্ষ বাঙ্গালির জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করবে, প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

Exit mobile version