Site icon Jamuna Television

ভালো চিকিৎসক হবার প্রধান শর্ত ভালো মানুষ হতে হবে: লোটে শেরিং

একজন ভালো চিকিৎসক হবার প্রধান শর্ত তাকে ভালো মানুষ হতে হবে। কখনও অবহেলা করা যাবে না রোগীকে। নিজ শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজে গিয়ে একথা বলেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

লোটে শেরিং বলেন, ডাক্তারি আর দশটা পেশার মত নয়। তাই চিকিৎসকদের সব সময়ই সচেতন থাকতে হয়। যতক্ষণ ডিউটি থাকবে, ততক্ষণ চিকিৎসকদের গুরুত্বের সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

এরআগে, বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে ঢাকা থেকে তিনি স্বস্ত্রীক ময়মনসিংহে পৌঁছান। সাথে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রীও।

অনুষ্ঠান শেষে ভুটানের প্রধানমন্ত্রী জেনারেল সার্জারি বিভাগ পরিদর্শন করেন। সবশেষে কলেজের ২৮ ব্যাচের বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটাবেন তিনি।

Exit mobile version