Site icon Jamuna Television

আবারও ধর্মঘটে পাটকল শ্রমিকরা, সড়ক-রেলপথ অবরোধ

মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে আবারও ৯৬ ঘণ্টার কর্মবিরতি পালন করছে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকরা। সাথে চলছে চার ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ।

খুলনায় সকাল থেকে শ্রমিকরা কেউ কাজে যোগ দেয়নি। খালিশপুর-দৌলতপুর এলাকা থেকে তারা এসে নতুন রাস্তার মোড়ে জড়ো হয়। পরে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে। রেললাইনের মাঝখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

চট্টগ্রামেও আমিন জুট মিলের শ্রমিকরা রাস্তায় নামে। চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করেছে তারা। রাস্তায় আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। দাবি আদায়ে নানা শ্লোগান দেয় শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধসহ ৯ দফা দাবিতে এর আগে গত ২ এপ্রিল থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

Exit mobile version