Site icon Jamuna Television

হাথুরুসিংহের পদত্যাগপত্র জমা দেয়ার খবর স্বীকার পাপনের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র কাছে জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের পদত্যাগপত্র জমা দেয়ার খবর স্বীকার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে হাথুরুসিংহের এই সিদ্ধান্ত আবেগের বশে বলে মন্তব্য করেছেন তিনি। যে কারণে এখনো তাঁর ফেরার সম্ভাবনা দেখেন বিসিবি সভাপতি।

গতবছরের অক্টোবরেও গুঞ্জন উঠেছিলো হাথুরুসিংহের পদত্যাগের। মূলত নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নিতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন তিনি। লংকান ক্রিকেট বোর্ডও তাকে বাংলাদেশের সমান বেতনভাতা দিতে রাজি রয়েছে। এমন খবর দিয়েছে ক্রিক ইনফোসহ বেশ কয়েকটি ওয়েবসাইট। দক্ষিণ আফ্রিকা সিরিজে শতভাগ ব্যর্থতার পর তাকে নিয়ে অনেক গুঞ্জন ওঠে। সিরিজ শেষে বিসিবি সভাপতি তাকে ছুটি বাতিল করে ডেকে পাঠানোর কথাও জানান। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে তাঁর পদত্যাগে সঙ্কটে পড়েছে বিসিবি। নাজমুল হাসান বলেছেন, হাথুরুসিংহে আবেগের বশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও, যদি অটল থাকে তবে তাকে ফেরানো সম্ভব নাও হতে পারে।

Exit mobile version