Site icon Jamuna Television

রাফি হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

সকালে অপরাজেয় বাংলার পাদদেশে সচেতন ছাত্র-শিক্ষকের ব্যানারে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, বিচারহীনতার কারণেই সমাজে প্রতিনিয়ত এ ধরণের ঘটনা ঘটেই চলেছে। আদিম উপায়ে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের দ্রুততম সময়ে শাস্তির দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও বেশি গুরুত্ব দেয়ারও আহ্বান জানান। এ ঘটনায় জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কেউই যেন আইনের ফাক দিয়ে বেরিয়ে যেতে না পারে সে দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

Exit mobile version