Site icon Jamuna Television

রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন

নুসরাত রাফি হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম।

সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় এখনও নুসরাতের মত নৃশংস ঘটনা ঘটছে। অপরাধীরা নানান কৌশলে পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে মূলত একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে।

ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানায় মানববন্ধনকারীরা। বক্তারা বলন, এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা না গেলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সমাজে নারীর পিছিয়ে পড়বে।

Exit mobile version