Site icon Jamuna Television

নুসরাতকে জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মানহানি মামলা

অনুমতি ছাড়াই নুসরাত জাহান রাফির ভিডিও ধারণ করে প্রচার ও আপত্তিকর প্রশ্ন করায় মানহানির মামলা করা হয়েছে ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে।

সোমবার দুপুরে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করেন। মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন তার পিটিশনে উল্লেখ করেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর আওতায় এ মামলাটি করা হয়েছে।

জানান, ভিডিওতে দেখা যাচ্ছে ওসি মোয়াজ্জেম অত্যন্ত অপমানজনক ও আপত্তিকর ভাষায় নুসরাতকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। এক পর্যায়ে দেখা যায় ওসি রাফির বুকে হাত দিয়ে শ্লীতাহানী করেছিল কিনা জিজ্ঞেস করেন; যা অত্যন্ত মানহানিকর।

যেহেতু ওসি মোয়াজ্জেম নিয়মবহির্ভূতভাবে রাফির ভিডিও ধারণ ও পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন, ফলে তা আইননত দণ্ডনীয় অপরাধ।

Exit mobile version