Site icon Jamuna Television

রাফি’র পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

অগ্নি সন্ত্রাসের শিকার হয়ে মৃত্যুবরণকারী ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফির বাবা এ কে এম মুসা, মা শিরিনা আক্তার ও দুই ভাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করেন তারা। এসময় শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা কেউই আইনের হাত থেকে কোনভাবেই রেহাই পাবে না।

প্রধানমন্ত্রী তাদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীও এসময় উপস্থিত ছিলেন।

Exit mobile version