Site icon Jamuna Television

দিল্লিতে ফের চালু হচ্ছে গাড়ি চলাচলে জোড়-বিজোড় বিধি

অতিমাত্রার দূষণ কমাতে ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের আবারও চালু হতে যাচ্ছে গাড়ি চলাচলে জোড়-বিজোড় বিধি। চলতি মাসের ১৩ তারিখ থেকে চালু হবে আইন।

রাজ্য পরিবহন মন্ত্রী কৈলাশ ঘাঘট জানান, আপাতত সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচদিন কার্যকর থাকবে এই পদ্ধতি। এরপর ভালো-মন্দ খতিয়ে দেখে চালু হবে দীর্ঘমেয়াদি নিয়ম। ব্যক্তিগত গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা যাদের বিজোড় শুধু তারাই বিজোড় তারিখে রাস্তায় গাড়ি নামাতে পারবেন। আর জোড় তারিখে চলবে জোড় সংখ্যার গাড়ি। তবে এ নীতিমালার আওতামুক্ত অ্যাম্বুলেন্স, ট্যাক্সি, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি। এরআগে ২০১৬ সালের জানুয়ারি ও এপ্রিলে দু’দফায় ৩০ দিন জোড়-বিজোড় পদ্ধতিতে গাড়ি চলে দিল্লিতে।  এ বিধি ভাঙলে ২ হাজার রুপি পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছিলো। কয়েক দশক ধরেই দিল্লিতে বাড়ছ পরিবেশ দূষণ। গাড়ির কালো ধোঁয়া থেকে সৃষ্ট দূষণ কমাতেই এই উদ্যোগ।

টিবিজেড/

Exit mobile version