Site icon Jamuna Television

বরগুনায় স্কুলছাত্রী ধর্ষণ: মূল আসামি গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় প্রেমের ফাঁদে ফেলে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মূল আসামি জলিল প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়ার গাজী মাহমুদ এলাকার বেড়িবাঁধ থেকে জলিলকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানা পুলিশ।

পুলিশ জানায়, ১১ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে পাথরঘাটায় পর্যটন কেন্দ্র হরিণঘাটার বনে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত জলিল। ঘটনা দেখে ফেলার পর, ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় হরিনঘাটার ট্রলার চালক আলতাফও।

ঘটনার পর দুইজনকে আসামি করে মামলা করে ছাত্রীর পরিবার। এ ঘটনায় পলাতক আছে আরেক আসামি আলতাফ।

Exit mobile version