Site icon Jamuna Television

ইলিনয় রাজ্যের জুরির চাকরিটা হলো না ওবামার

ইলিনয় রাজ্যের জুরির চাকরির জন্য সাক্ষাৎকার দিলেও বিচারপতিদের বাছাই প্রক্রিয়ায় বাদ পড়লেন বারাক ওবামা। বুধবার আরও অনেক প্রার্থীর সাথে যোগ দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

কুক কাউন্টির সার্কিট কোর্টের প্রধান বিচারপতি থমাস ইভানস বলেন, ওবামা’র উপস্থিতি সমাজের জন্য উদাহরন তৈরী করেছে। সাবেক প্রেসিডেন্ট যদি সময় বের করে জুরি পদের সাক্ষাৎকারে আসতে পারেন তাহলে অন্য সবাই আগ্রহী হবেন। উপস্থিত থেকে সাক্ষাৎকারে অংশ নেয়ার জন্য বারাক ওবামাসহ প্রত্যেক প্রার্থীকে ১৩শ’ ৭৬ টাকা সম্মানী দিয়েছেন শিকাগো কর্তৃপক্ষ।

হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর লেখাপড়া শেষে শিকাগো বিশ্ববিদ্যালয়ে ১২ বছর অধ্যাপনা করেন ওবামা। এছাড়া নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী হিসেবেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা।

টিবিজেড/

Exit mobile version