Site icon Jamuna Television

নুসরাত হত্যাকাণ্ডে অংশ নেয়া নুসরাতের সহপাঠী পপি আটক

নুসরাত রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেয়া নুসরাতের সহপাঠী উম্মে সুলতানা পপিকে আটক করেছে পুলিশ।

ঘটনার দিন পপি নুসরাতের কাছে এসে খবর দেয় ছাদের উপর তার বান্ধবী নিশাতকে মারধর করা হচ্ছে। এই খবর পেয়েই নুসরাত দ্রুত ছাদে যায় এবং উৎপেতে থাকা অধ্যক্ষ সিরাজের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়।

হামলার সময় নুসরাতের হত্যাকারীরা পপিকেই শম্পা নামে ডেকেছিলো।

Exit mobile version