Site icon Jamuna Television

ইসরায়েলি বাহিনীর রাতভর অভিযানে ১০ ফিলিস্তিনি আটক

ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার বিভিন্ন বসতবাড়িতে রোববার অভিযান চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

রাতভর চালানো এ ধরপাকড়ে ইসরাইলি সেনাবাহিনী ১০ ফিলিস্তিনিকে আটকের কথা স্বীকার করেছে। খবর আনাদলুর।

সোমবার এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ এসব ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে আটককৃতরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ইসরাইল কর্তৃপক্ষ। তল্লাশির নামে ইসরাইলি বাহিনী প্রায়শই পশ্চিম তীর এবং জেরুজালেমে গ্রেফতার অভিযান পরিচালনা করে।

ফিলিস্তিন সরকারের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলি বাহিনীর হাতে আটক ৫৭০০ ফিলিস্তিনি অমানবিক জীবনযাপন করছে। যার মধ্যে ৪৮ জন নারী এবং ২৩০ জন শিশু।

ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল।

Exit mobile version