Site icon Jamuna Television

বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যা মামলায় আসামীপক্ষে লড়বেন না কোনো আইনজীবি

বগুড়া ব্যুরো:

বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যাকাণ্ডের ঘটনায় আসামীপক্ষে মামলা না লড়ার ঘোষণা দিয়েছে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি।

সোমবার নিহত এই আইনজীবির জানাজার নামাজে এই ঘোষণা দেন অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান।

বগুড়া বারের সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান আতিক যমুনা নিউজকে জানান, অ্যাডভোকেট শাহীনের নির্মম হত্যাকাণ্ডের পর সোমবার ফুলকোর্ট রেফারেন্সে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে, এই মামলার আসামী পক্ষে বগুড়া বারের কোনো আইনজীবি অংশ নেবেন না।

সহকর্মীর হত্যার বিচার দাবিতে সোমবার বিকেলে আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা অ্যাডভোকেটস বার সমিতি। একই দাবিতে মঙ্গলবার আদালত এলাকায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

Exit mobile version