Site icon Jamuna Television

নটরডেম ক্যাথেড্রালের আগুন নিয়ন্ত্রণে

টানা ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো ফ্রান্সের ঐতিহ্যবাহী নটরডেম ক্যাথেড্রালের আগুন। কোন হতাহত না থাকলেও, পুড়ে গেছে অনেক স্থাপত্যশৈলী।

স্থানীয় সময় সোমবার বিকালে ৮৫৬ বছরের প্রাচীন ভবনটিতে ছড়িয়ে পড়ে আগুন। কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙ্গে পড়ে ক্যাথেড্রালের মূল চূড়া ও ছাদটি।

তবে, ৭শ’র বেশি ফায়ার সার্ভিস কর্মীর অক্লান্ত পরিশ্রমে রক্ষা পেয়েছে টাওয়ার ও ঘণ্টাঘরগুলো।

ধর্মীয় স্থাপনার ভেতরে থাকা অমূল্য সংগ্রহশালা নিরাপদ স্থানে সরাতে এখন ব্যস্ত উদ্ধারকর্মীরা। ধর্মীয় উপসনালয়ের পাশাপাশি গথিক স্থাপত্য এবং ইতিহাসের অন্যতম সাক্ষী হিসেবেও আলাদা গুরুত্ব রয়েছে ভবনটির।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জানিয়েছেন, শিগগিরই ক্যাথেড্রাল পুনঃনির্মাণ করা হবে। আন্তর্জাতিক মহল থেকে সমবেদনার পাশাপাশি এসেছে সহযোগিতার আশ্বাসও।

Exit mobile version