Site icon Jamuna Television

পুলিৎজার পুরস্কার পেলেন মিয়ানমারের সেই দুই সাংবাদিক

সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক, পুলিৎজার পুরস্কার পেলেন মিয়ানমার সামরিক জান্তার হাতে বন্দি রয়টার্সের দুই সাংবাদিক। আজ এই পুরস্কার ঘোষণা করা হয়।

মিয়ানমারের বৌদ্ধ উগ্রপন্থী ও দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ১০ রোহিঙ্গা হত্যাকাণ্ডের খবর প্রকাশ করায় তাদেরকে এ পুরস্কার দেয়া হয়েছে।

প্রতিবেদনে বর্বর এই হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি গণ কবরের ছবিও প্রকাশ করেন তারা। রোহিঙ্গা হত্যাকাণ্ডের এ প্রতিবেদন তৈরি করতে গিয়েই গ্রেফতার হন ওই দুই রয়টার্স সাংবাদিক। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত।

Exit mobile version