Site icon Jamuna Television

‘যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা স্বাধীনতায় বিশ্বাসী না’

যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা স্বাধীনতা-সার্বভৌমত্বেই বিশ্বাস করে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, আজকের দিনটি বাঙালি জাতির ইতিহাসে একটি মহিমান্বিত দিন। বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনটি পালন করে। কিন্তু বিএনপিকে কখনও দিনটি পালন করতে দেখা যায়নি।

তথ্যমন্ত্রী এসময় আরও বলেন, যে সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। যে সরকারের কর্মচারি হয়ে বিএনপি প্রতিষ্ঠাতা সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন, প্রতিমাসে বেতন নিয়েছেন। সেই দলটি এই দিবস পালন করে না।

Exit mobile version