Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৩৭ জন আটক

মালয়েশিয়ার শাহ আলম এলাকায় ইমিগ্ৰেশন বিভাগের চালানো অভিযানে ১১ বাংলাদেশি সহ আটক ৩৭ হওয়ার খবর পাওয়া গেছে।

সেলাংগার ইমিগ্ৰেশনের প্রধান মোঃ সুকরি নাউয়ির নেতৃত্বে মঙ্গলবার রাতে শাহআলম ও কেলাং এলাকার কয়েকটি মুদি দোকান, রেস্টুরেন্ট, ডিসকো আর বিদেশি শ্রমিকদের বাসস্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয় বিভিন্ন দেশের ৬৮ জনকে।

আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ১১ বাংলাদেশি সহ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ইন্ডিয়ার নাগরিকদের গ্ৰেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ৬(১)(সি)১৯৫৯/৬৩ এবং ১৫(১)(সি) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

Exit mobile version