Site icon Jamuna Television

নুসরাত রাফি’র সহপাঠি মনি ৫ দিনের রিমান্ডে

নুসরাফ রাফি হত্যা মামলায় গ্রেফতার সহপাঠী কামরুন নাহার মনিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।

জিজ্ঞাসাবাদের জন্য মনিকে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক সরাফ উদ্দিন আহমেদ।

সোমবার রাতে ফেনী থেকে রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় জড়িত বান্ধবী কামরুন্নাহার মনিকে আটক করে পিবিআই। তদন্ত সংস্থাটি বলছে, মনিকে খুব বিশ্বাস করতো রাফি। তার কথাতেই সে ছাদে গিয়েছিলো।

এর আগে হত্যা মিশনে সরাসরি অংশ নেয়া আরেক নারী শিক্ষার্থী আরেক উম্মে সুলতানা পপিকে গ্রেফতারের কথা নিশ্চিত করা হয়। এই দুজনই- হল থেকে রাফিকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিল।

Exit mobile version