Site icon Jamuna Television

রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই নুসরাতকে প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

সুন্দর বাংলাদেশ গড়তে রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই নুসরাত জাহান রাফিকে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শাপলা কুড়ি একাডেমীর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ তাই তাদের বেড়ে ওঠার প্রতি খেয়াল রাখতে হবে যেন তারা বিপথে না যায়। এসময় তিনি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আজকের এই অনিরাপদ বাংলাদেশের দায়ভার আমাদেরই, তারপরও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। বিএনপি মহাসচিব বলেন, একদিন নিশ্চয় হিংসা ও বিদ্বেষমুক্ত দেশ গড়ে উঠবে আজকের শিশুদের হাত ধরে।

Exit mobile version