Site icon Jamuna Television

পাবনায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে বৃদ্ধের ইভটিজিং, ৬ মাসের কারাদণ্ড

পাবনার আটঘরিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করায় আব্দুল মান্নানকে (৭৫) নামে এক বৃদ্ধকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেড আকরাম আলী বুধবার এই আদেশ দেন।

জানা যায়, উপজেলার সদর দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করে বাজারের কাঠের ব্যবসায়ি আটঘরিয়া পৌরসভার বরুলিয়া মহল্লার আব্দুল মান্নান। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসীর সহযোগীতায় তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে স্বাক্ষ্য-প্রমাণের উপর ভিত্তি করে এবং অপরাধীর অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারদণ্ড ঘোষণা করেন।

Exit mobile version