Site icon Jamuna Television

রাজধানীতে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন, স্বামী গ্রেফতার

রাজধানীর দক্ষিণ মুগদায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে তার স্বামী। পরে খুনের আলামত মুছে ফেলতে লাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে দক্ষিণ মুগদার ব্যাংক কলোনি এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ওসি প্রণয় কুমার সাহা।

নিহত গৃহবধূর নাম হাসি বেগম (২৭)। তার বাড়ি দিনাজপুর জেলায়। তিনি স্বামী কলম হোসেনের সঙ্গে দক্ষিণ মুগদার ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওসি প্রলয় কুমার সাহা বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেন কমল। আলামত মুছে ফেলতে স্ত্রীর লাশে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, ৮ মাস আগে হাসি ও কমলের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে। কমলকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Exit mobile version