Site icon Jamuna Television

নুসরাত রাফিকে নিয়ে চলচ্চিত্র

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ‘নুসরাত’ শিরোনামের চলচ্চিত্রটির কাজ শিগগিরই শুরু করবেন প্রবীণ চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

তিনি বলেন, বাংলাদেশে নারী নির্যাতন ও যৌন হয়রানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় নির্মমভাবে জীবন দিতে হলো নুসরাতকে। একজন মানুষ হিসেবে, একজন পরিচালক হিসেবে নুসরাতের এমন করুণ মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারি না। দায়িত্ববোধ থেকেই ছবিটি নির্মাণ করব।

নুসরাতের চরিত্রে কে অভিনয় করবেন তা শিগগিরই ঘোষণা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের সর্বাধিক ছবির এই পরিচালক। সব ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে।

Exit mobile version