Site icon Jamuna Television

ববি উপাচার্যকে বাধ্যতামূলক ছুটি!

শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটির আদেশ দেয়া হয়েছে। আগামী ২৪ মে উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, হ্যাঁ খবরটি সত্য। আমি এ বিষয়ে অবগত আছি।

তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক ছুটির দরখাস্ত করেছিলেন। সে মোতাবেক তার ছুটি মঞ্জুর করা হয়। তিনি যত দিন ছুটি চেয়েছিলেন তত দিন মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে স্বেচ্ছাছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেন উপাচার্য এস এম ইমামুল হক। ১০ এপ্রিল তিনি শিক্ষা মন্ত্রণালয়ে ছুটি চেয়ে এই আবেদন জমা দেন।

Exit mobile version