Site icon Jamuna Television

হবিগঞ্জ ছাত্রীকে যৌন হয়রানির দায়ে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

হবিগঞ্জের বানিয়াচংয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির দায়ে উপজেলার চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার এক অফিস আদেশ বলে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। এতে উল্লেখ যে, গত ১৬ এপ্রিল, ৫ম শ্রেণির এক ছাত্রীকে বাসায় প্রাইভেট পড়ানোর সময় যৌন হয়রানিমূলক আচরণের যে অভিযোগ উঠেছে মোজাম্মিল হোসেনের নামে, তার সত্যতা পাওয়া গেছে।

এমন অবস্থায় সরকারি কর্মচারি বিধিমালা অনুযায়ী, তাকে অসদাচারণের অভিযোগে অভিযুক্ত করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

Exit mobile version