Site icon Jamuna Television

ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেফতার

ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় এক শিক্ষক গ্রেফতার হয়েছে ঝিনাইদহে। আজ দুপুরে শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউট সরকারি বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক আব্দুস সালামকে আটক করা হয়।

পুলিশ জানায়, স্কুলের একাধিক ছাত্রী ওই শিক্ষকের হাতে যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ আছে। সম্প্রতি চতুর্থ শ্রেণির এক ছাত্রী নির্যাতনের শিকার হলে, স্বজনদের মধ্যে ক্ষোভ ছড়ায়। দুপুরে শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করে বিক্ষুব্ধ অভিভাবকরা। পরে শিক্ষক সালামকে গ্রেফতার করে থানায় আনা হয়।

Exit mobile version